সিলেটের হবিগঞ্জ জে’লার নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রচারণা সভায় সভাপতির দায়িত্ব পালন করায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, বিএনপির প্রচারণায় সভাপতিত্ব করায় আফরোজ চৌধুরীর ছেলে ও পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বি’ষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনুকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার(২৫ ডিসেম্বর) রাতে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা গণমাধ্যমকে এ ত’থ্য জানান।নির্মলেন্দু দাশ রানা জানান,
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পরদিন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের প্রচারণা সভা হয়। এতে সভাপতিত্ব করেছিলেন পৌরসভার ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফরোজ মিয়া চৌধুরী।
বিএনপি মনোনীত প্রার্থী আমার গ্রামের বাসিন্দা। তাই তার সমর্থনে সভায় যেতে হয়েছে। আর গ্রামের কোনো সভা হলেই আমি সভাপতিত্ব করি। সেই ধারাবাহিকতায় ওইদিনের সভায়ও সভাপতিত্ব করেছি।