অক্ষয় কুমারকে বেশকিছু ছকভাঙা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন তিনি। লক্ষী বম্ব এ একজন বৃহন্নলার চরিত্রে অভিনয় করেছেন।
এবার কি তবে শাহরুখ খানের পালা?? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে শাড়ীতে দেখা যাচ্ছে।তাহলে ব্যাপারটা কি!!
আসলে সুশান্ত সিং রাজপুত এর মৃ’ত্যুর পর থেকেই বলিউডের নেপোটিজম একচ্ছত্র অধিকার, বলিউড রাজ নিয়ে অনেকের নাম উঠে এসেছে আর তার মধ্যে নাম জড়িয়েছিল শাহরুখ খান এরও। এরপর শুরু হয় ট্রোল। প্রচুর সফল ছবি উপহার দিয়েও বারবার তাকে ট্রোল হতে হয়।
এবারেও তার অন্যথা হলো না। এত সফলতা পরিচিতি সত্ত্বেও ট্রোলিং হতে হলে তাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে মে’য়েদের পোশাকে কখনো শাহরুখ খান নাচছেন কখনো বা হেটে আসছেন।